রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীর জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ

মানিকগঞ্জে দৌলতপুরে  যমুনা নদীতে সরকারি আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের  দায়ে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানাসহ ২টি শ্যালোচালিত মেশিনসহ ড্রেজার ও ২ হাজার ফিট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী বাচামারা ইউনিয়নের ২টি জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে জানা গেছে, দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নে বাজারের পশ্চিম এলাকায় যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায়  বাঁচামারা গ্রামের মো. শামীমকে ড্রেজার পরিচালনা করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুটি মেশিন ও ২ হাজার ফিড পাইপ সহ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম জানিয়েছেন দিনব্যাপী অভিযানে শ্যালোচালিত মেশিন ২টি, বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট পাইপ ধাংস করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর