পাবনার আটঘরিয়া উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে র্র্যালী মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)সানজিদা মুস্তারি, কৃষি অফিসার সজীব আল মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, নির্বাচন কর্মকর্তা রোখসানা নাসরিন, প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন,
সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা নাসরীন আকতার,
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক বেলাল হোসেন খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীরা র্র্যালী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা চত্বরে মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।