বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগ ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহর জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মু. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করে শহর কর্মপরিষদ সদস মুফতী মাওলানা আজগর আলী। আরও উপস্থিত ছিলে শহর নায়েবে আমীর ড. খ.ম আব্দুর রাজ্জাক,সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, আব্দুল মজিদ, হাফিজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এডভোকেট সদরুল ইসলাম প্রমুখ।