দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক পরীক্ষার সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউআরসি মো: কামরুল হাসান।
বুধবার ১১ ডিসেম্বর সকালে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি খিললুর রহমান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বারী, আফসার আলী, আব্দুল মান্নান, দিলরুবা খাতুন, আফরোজা উপস্থিত ছিলেন শিক্ষক আফতাব হোসেন, হামিদা খাতুন, সালেহা, নিলুফা ইয়াসমিন, মিলি, মর্জিনা, মুক্তা, রাশিদা পারভীন, আম্বিয়া, রোজী সহ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আরিফুল ইসলাম আরিফ।