আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদল,পৌর ও কলেজ শাখার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।
ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারে ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নতুবা ফের ছাত্রদল রাজপথে আন্দোলনে নামার কথা বলেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন আহমেদ মুন, সদস্য সচিব মো: লিখন সরকার, ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: রাসেল রানা পিন্টু, ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।