আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মো.রফিকুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন অধ্যাপক আব্দুস সালাম।
মঙ্গলবার(১২ নভেম্বর ২০২৪)বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াত ইসলামী’র অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সদস্যদের (রুকন) গোপন ভোটের মাধ্যমে নতুন মেয়াদে আমীর নির্বাচিত হন মাওলানা রফিকুল ইসলাম।এর পর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর আহসান হাবীব মাসুদ।
এরপর উপজেলা জামায়াতে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি গোপন ভোটে উপজেলা জামায়াতের রুকনদের থেকে ০৫ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়ে তাদের সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক শপথ বাক্য পাঠ করান উপজেলা নবনির্বাচিত আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম।
সম্প্রতি উপজেলা জামায়াতে ইসলামী বিশেষ রুকন সম্মেলন করে উপজেলা কর্মপরিষদ গঠন করা হয় এরপর কর্মপরিষদ ও শূরা সদস্যদের মতামত ও পরামর্শে উপজেলা সেক্রেটারি হিসাবে মনোনীত হন অধ্যাপক আব্দুস সালাম।
উপজেলা আমীর নির্বাচন,শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রশিবির সভাপতি ছাত্রনেতা মু.তোফায়েল আহমেদ সহ উপজেলার সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারীগণ।
উল্লেখ্য,গত মেয়াদেও মাওলানা মো.রফিকুল ইসলাম আমীর ও অধ্যাপক আব্দুস সালাম সেক্রেটারি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করেন। তারা উভয়ই উপজেলা ইসলামী ছাত্রশিবির এর শীর্ষ ছাত্রনেতা ছিলেন এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র প্রতিনিধি হিসাবে অংশগ্রহন করেন।