যশোরের অভয়নগরে জেনারেল ও ধর্মীও শিক্ষার সমন্বয়ে পরিচালিত তানযিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার প্রতি ক্লাসরুমে পৃথক সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও ইংরেজিতে কোরআন মাজিদের বিভিন্ন সুরার অনুবাদ করেন। শিক্ষার মান ও মাদ্রাসার পরিবেশ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন আগত অতিথিবৃন্দ। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ উবাইদুল্লাহর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামরুজ্জামান মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাজমুন্নাহার তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, ক্যাপ্টেন মহসিন আলী, লেফটেন্যান্ট ইকবাল হোসেন, আলহাজ্ব ক্বারী মোঃ আব্দুল্লাহ, হিজবুল্লাহ দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মালেকসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। পরে কেক কেটে শিক্ষার্থী ও অভিভাবকরা সমাপনী ক্লাস উদযাপন করেন।