বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা শাখার ২৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি আল-আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন শাকিলকে অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (০৩ডিসেম্বর) টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলী স্বাক্ষরিত কাগজে আগামী ০১ বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও গোলাম রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ -সভাপতি শাকিল সরকার, সহ-সভাপতি রাসেল ও শাকিল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ও নাজমুল সরকার, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়েরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ ও আনিছুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক হাসান, উপ অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন, সমাজসেবা সম্পাদক শাকিল হোসেন, ক্রীড়া সম্পাদক কাওছার, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল হামিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক কাইয়ুম শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক অনিক হাসান রনি। কার্যকরী সদস্য হিসেবে মায়াদুল মন্ডল পারভেজ, শাকিল আহমেদ ও আছির উদ্দিন।
টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে নতুন এই কমিটিকে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন ও আগামী ৩ মাসের মধ্যে সব ইউনিয়ন কমিটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।