নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪১১/২০২৪ ঈ.) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় মুফতি আল-আমীন কাসেমীর সঞ্চালনায় মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মহা জনসমাবেশে প্রধান অতিথির ভাষন রাখে জনাব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বিশেষ অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান, জনাব আখিনুর মিয়া, জনাব আকরাম আলী সকল অতিথির ভাষণে এ কথাই ফুটে উঠে যে সকল মুসলিম আজকে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারি তা হলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পরবো, অন্যথায় দেশ আবার দুর্নীতিবাজদের হাতে চলে যাবে। তিনি সকলকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামের দূর্গ গড়ে তোলার আহবান জানান। এ সময় অন্যান্যের ভিতরে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আমিনী, মাওলানা মুহাম্মাদ, অধ্যাপক আব্দুস সালাম, মাওলানা জিয়াউল হক, হাফেজ মাওলানা আল হেলাল, মুফতি শহিদুল ইসলাম সিরাজী, মুফতি আল আমিনের সিরাজী, মাওলানা আলামিন, মুফতি আব্দুল হাদী, প্রমোখগণ।