শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

ই-পেপার

আলীকদম সেনা জোনে শান্তি চুক্তির বর্ষপূর্তি পালন 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আলীকদম সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতের কম্বল বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও জোন সদরে পৃথক পৃথক  এ কর্মসূচী নেওয়া হয়।
খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল এবং লামা উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচে আলীকদম উপজেলা দল লামা উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়। বিজয়ী ও রানারআপ দলের খেলোড়াদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন খেলার প্রধান অতিথি  আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মঞ্জুর মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোঃ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম ও বাংলাদেশ বেতার আলীকদম সংবাদদাতা মোঃ শাহ আলম।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরিফুল ইসলাম এবং সেরা গোলরক্ষক হন মোঃ জাহিদ। তাদের বিশেষ সম্মাননায় পুরস্কৃত করা হয়।
পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।
এদিকে, পার্বত্য শান্তিচুক্তি বর্ষপূর্তি উপলক্ষ্যে সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর