শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। সোমবার বিকালে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্তৃপক্ষের অনুমোদনকৃত লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে রাজ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ইনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম নিরসনে সবাইকে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর