ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক নান্দাইল সদর (নতুন বাজার) শাখায় জুন/২০২৪ পর্যন্ত বিভিন্ন খাতে প্রদত্ত ১ শত ৯ কোটি ৬৯ লাখ টাকা কৃষি ঋণ সহ অন্যান্য ঋণ দীর্ঘ বছর ধরে অনাদায়ী রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানাগেছে, উল্লেখিত সময়ের মাঝে ১৯ হাজার ৫শত কৃষক, ব্যবসায়ী, মৎস্য চাষী এই ঋন গ্রহন করে খেলাপি অবস্থায় রয়েছেন। অনাদায়ী ঋণ আদায় করার জন্য কৃষি ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে ১শত ১টি সাটিফির্কেট মামলা দায়ের করলেও সন্তোষ জনকভাবে ঋনের টাকা আদায় হচ্ছে না। বর্তমানে মামলার রায় ঘোষনার মাধ্যমে ঋনের বিপরীতি বন্ধককৃত সম্পদ/জমি নীলামে বিক্রি করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল জানান, খেলাপী ঋণ আদায় না হলে নতুন করে কৃষকেরা ঋন পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিবে। তিনি ঋন গৃহিতাদের ঋনের বকেয়া টাকা পরিশোধ করে নতুন করে ঋন গ্রহনের আহবান জানিয়েছেন।