শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

ই-পেপার

দুর্গম এলাকায় রামগড় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক উপজেলার দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ এবং খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

সোমবার (২ডিসেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার নুরপুর এলাকায় বসবাসরত ২৮২ জন দুস্থ্য পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় জোন (৪৩ বিজিবি)র ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসাবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পর্যবেক্ষণ করেন।

এছাড়াও রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদ্রাসা হেফজখানা-এতিমখানা এবং পুরান রামগড় ইসলামিয়া আজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, পেঁয়াজ এবং রসুন) বিতরণ করা হয়।

এ সময় ৪৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর