মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার আওতায় নাটোরের গুরুদাসপুরে রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, আওয়ামীলীগ সরকার ¶মতায় আসার পর গরীব অসহায় মানুষের দুর্ভোগ কমেছে। মানুষের বাড়ি বাড়ি সেবা পৌছে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। নাটোর জেলার মধ্যে গুরুদাসপুর উপজেলায় সর্বোচ্চ বরাদ্ধ দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলা চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয় ওই চেক বিতরণের আয়োজন করা হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ ২৩ রোগীকে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন।
এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন প্রমুখ উপস্থিত ছিলেন।