শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত
সকালে কুয়াশায় শিশির ভেজা ঘাসে,
নবান্নের উৎসবে মেতেছে ঘরে ঘরে
আরও জমেছে খেজুর গুড়ের পায়েসে ।
ঢেঁকিরপাড়া চাল গুড়ার পিঠা পুলি
কি যে কে এক আনন্দ ঘরে ঘরে
বাড়ীতে আসে ঝিয়ারী জামাই নববধু
হেমন্তের পিঠাপুলি সাজায় প্লেট ভরে ।
মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষকেরা
ধান মাড়াই করে তারা তপ্ত দুপুরে,
দুপুরের খাবার নিয়ে মাঠে যায় বধু
তৃ্ষ্ণা মেটাতে পানি নেয় কলসী ভরে ।
হালকা বাতাসে কুলায় ধান শুকিয়ে
কৃষানীরা ঝাকায় ধান গোলায় ভরে,
শিশিরে ভেজা সকাল হয়ে ওঠে তপ্ত
বৈচিত্র্য রূপের সাজে হেমন্ত বিরাজ করে।
সোনালি ধানে মাঠ যেন স্বর্ণ বিছানো
শীত গরমের খেলা হেমন্তের দুপুরে,
সৌন্দর্যময় বাংলায় হেমন্তের ছায়ায়
সকলের মুখে হাসির ঝিলিক ঝরে ।