বিদ্রোহী কবি নজরুলের প্রিয় বাংলা
বিশ্বকবির সাহিত্যের রয়েছে সুঘ্রান,
বাংলার মাটি ও বাংলার মানুষ
সকলকে করে প্রেমের আহবান ।
বাংলা বাঙ্গালীর প্রাচীন ঐতিহ্য
হাজার বছরের রয়েছে ইতিহাস,
হিংসায় পাক হায়েনারা করে কটাক্ষ
৫২ হতে ৭১ করেছে অনেক উপহাস ।
বার আউলিয়ার এই বাংলায়
এসেছে অনেক পর্যটক ঐতিহাসিক,
প্রিয় বাংলা বাঙ্গালীদের প্রেমে পড়ে
অনেক হয়েছে এদেশের নাগরিক ।