জামালপুর জেলার গোয়েন্দা শাখা ডিবি-১, মেলান্দহ উপজেলার রেল স্টেশন বাজার এলাকায় এক বিষেশ অভিযান পরিচালনা করে তিন জন মাদক ব্যবসায়ীকে ৪ নভেম্বর রাতে গ্রেফতার ও সথে থাকা ৫০ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো – মেলান্দহ পৌরসভার ৫ নং ওয়ার্ডে পশ্চিম জালালপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মোঃ আবু সাঈদ (৪৫)।আব্দুস সালাম পিতা গেদা, রুবেল (৩৫) সহ নয়ানগর ইউনিয়নের সাধুপুর মধ্যপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃশামীম ( সোহেল) (২৮)। তাদের মাদক আইনে চালান দেয়।