প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় নির্মাণাধীন দিনাজপুর আঞ্চলিক স্কাউট ভবন পরিদর্শণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান। এসময় প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন, আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোঃ আবু সাঈদ, স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদসহ আঞ্চলিক স্কাউটস ও প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শণকালে আইএমইডির মহাপরিচালক কাজের গুণগতমান নিশ্চিত করে যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প দফতর ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইল, কাহারোল, দিনাজপুরে ছয়তলা ভিত্তি ৭৮০০ স্কয়ার ফিটের দুই তলা স্কাউট ভবনের কাজ চলমান রয়েছে।