মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

ই-পেপার

দিনাজপুরে আঞ্চলিক স্কাউটসের নির্মাণাধীন ভবন পরিদর্শনে আইএমইডি মহাপরিচালক

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় নির্মাণাধীন দিনাজপুর আঞ্চলিক স্কাউট ভবন পরিদর্শণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান। এসময় প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন, আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোঃ আবু সাঈদ, স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদসহ আঞ্চলিক স্কাউটস ও প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শণকালে আইএমইডির মহাপরিচালক কাজের গুণগতমান নিশ্চিত করে যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প দফতর ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইল, কাহারোল, দিনাজপুরে ছয়তলা ভিত্তি ৭৮০০ স্কয়ার ফিটের দুই তলা স্কাউট ভবনের কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর