টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রাহমানিয়া দরবার শরিফের পীর সাহেব হুজুর অবসরপ্রাপ্ত প্রফেসর পীরে কামিল মোহাম্মদ আব্দুর রহমান (খলিফায়ে জৈনপুরি) (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর ৩টার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুম দপ্তিয়র ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকীর পিতা। বেলা ৩টার দিকে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীসহ হাজার হাজার ভক্তবৃন্দ জানাজায় অংশ করেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। পীর সাহেব আব্দুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শোকহত পরিবারের পতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু শুভাকাক্ষী রেখে গেছেন।