দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও উদ্যোক্তাদের সনদপত্র বিতরনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় দৌলতপুর যুব উন্নয়ন অধিদপ্তরের একটি বর্ণাঢ্য র্যালী ও উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আহসানুল আলুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ প্রাপ্ত, যুব উদ্যোক্তার মাঝে চেক এবং প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান- করা হয়।