রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে অভয়নগরে পালিত হলো জাতীয় যুব দিবস। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ লা নভেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী প্রদক্ষিণ করে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষার্থী রাকিব পাটোয়ারী, ইরফান হোসেন, যুব সংগঠক রাকিব হোসেন, শারমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা  আব্দুল্লা আল নোমান,নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিস, তাওহীদ ওসামা সহ যুব উন্নয়ন ও সংগঠকবৃন্দ।যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জনকে সপ্তাহ ব্যাপী  প্রশিক্ষনার্থীদের  মধ্যে সার্টিফিকেট বিতরণ ও ৮জন যুব সংগঠককে গবাদি পশু পালন, মৎস্য চাষ ও হাঁসমুরগী পালনের জন্য ৮লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।এ সময় প্রধান অতিথি বলেন যুবরাই পারে দেশটাকে এগিয়ে নিতে, তাই চাকরির পিছনে না ছুটে, কর্মদক্ষতায় নিজেদেরকে গড়ে তুলতে হবে।লেখাপড়ার পাশাপাশি হাতের কাজে পারদর্শী হতে হবে,তাহলে জীবনে আর পিছে তাকাতে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর