যশোরের অভয়নগরে হোসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বডিং এর ৫ম তলা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালায়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়া হোসাইন মাদ্রাসা প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসাইন (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী হোসাইন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাদ ঢালায়ের শুভ উদ্বোধন করেন, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব আবু সাইদ, বিএনপি নেতা সরদার জাকির হোসেন, বিএনপি নেতা শাহিন বাঘা, মুন্সি আঃমাজেদ, হারিছ উদ্দিন, এম,ফজলুর রহমান, আকরাম ফারাজীসহ মাদ্রাসা কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রমুখ। উদ্বোধন ও আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতৃবৃন্দরা মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার ঘোষণা দেন।