যশোরের অভয়নগরে পিস্তল ও গুলিসহ সন্রাসী জসিম নামের একজনকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল বলেন, অস্ত্রসহ আটক জসিম এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী।। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে জেলার অভয়নগর উপজোর সিরাজকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।