মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া প্রতিবেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (১২ মে) সকালে গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখরী এলাকায় শতাধিক প্রতিবেশী দুস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় তার ছোটভাই বীর-মুক্তিযোদ্ধা মো: জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে মো: হাবিবুল্লাহ বেলালী (হাবিব) সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সাবেক কমান্ডার বলেন, করোনা দুর্যোগে আমার দুস্থ্য প্রতিবেশীদের মাঝে খাদ্য সহায়তা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও সাবান।