ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নূর আলম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাজা সহ ২জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) উপজেলার মুশুলী ইউনিয়নের উত্তর মুশুলী এলাকার আফতার মেম্বারের বাড়ীর সামনে কতিপয় কিছু লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য একত্রিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎণিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৬ কেজি গাজা সহ ২জনকে আটক করে এবং অজ্ঞাতনামা আরও ০২জন আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছেন কুলিয়ারচর উপজেলার বড়চাড়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মোঃ জহিরুল ইসলাম (৩৩) ও -মোঃ তমিজ উদ্দিনের পুত্র মোঃ আলিম উদ্দিন (৪০)। এছাড়াও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, উপজেলা মুশুল্লী ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাজা সহ ২জন মাদককারবারীকে আটক থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারা রুজু করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তাং-১৮/১০/২০২৪ ইং।