“আমরা নতুন আমরা কুড়ি, নিখিল বন নন্দনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বুধবার দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের পরজপুর সাহা পাড়া গ্রামে ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে ও ভিএসও, মুক্ত আকাশের সার্বিক সহযোগিতায় শিশু কিশোরদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণের মধ্যে স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণের বই, খাতা, কলম, পেন্সিল, রুলার সহ যাবতীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়
অনুষ্ঠানে বক্তৃতারা অভিভাবকদের উদ্দেশ্যে শিশুর যত্ন, শিশুদের প্রতি ভালোবাসা, সন্তানদের সামনে মা বাবাদের ঝগড়া না করা, মোবাইল ফোন হাতে না দেয়া , মাঠে খেলতে যেতে উৎসাহিত করাসহ বিভিন্নভাবে পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুব ফোরাম এর সভাপতি এম বি বিপুল রায়, ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর আইসিটি ডিরেক্টর সেলিম ইসলাম, আল আমিন অর্ণব,মোঃ শামীম হোসেন, লাবণী দেবনাথ, মোঃ ইমরান হোসেন,হরিশ চন্দ্র রায়,সৌরভ রায়, তামিম ইকবাল সৈকত প্রমুখ।