অনাড়ম্বর মধ্যে দিয়ে ০৭ অক্টোবর সন্ধ্যায় কিশোরগঞ্জ জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জৈন উদ্দিনকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান বশির আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা ও পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হয়বত নগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো,আজিজুল হক।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সহকারী অধ্যাপক মো,কুতুবুল আলম, সহসভাপতি সহকারী অধ্যাপক মো হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাদক্ষ প্রভাষক মো সাদিকুর রহমান প্রমুখ।