পাবনার আটঘরিয়া উপজেলায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট নাহারুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার ৮ অক্টোবর সকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল এন পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গী ফোর্স নিয়ে এদিন সকালে উপজেলার গোপাল পুর
গ্রামের মৃত আবুল শেখের ছেলে রেজাউল(৫০), কন্দর্পপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে (৪৫) তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ আটক করা হয়।
পরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনান করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই জনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।