শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায়

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রুহিয়া থানাধীন ২৮টি পূজামন্ডপ  সিসিটিভি  ক্যামেরা আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। পূজা উদযাপন কমিটির রুহিয়া ইউনিয়নে সভাপতি অশ্বিনী চন্দ্র বর্মন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠানে প্রশাসন এবং রাজনৈতিক নেতারা তৎপর রয়েছেন।
 রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান  বলেন, সব পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক এ মন্দিরগুলোতে টহলরত থাকবে। এছাড়া প্রশাসনের যৌথ নিরাপত্তা টিম সার্বক্ষণিক কাজ করবে। এবং একটি মনিটরিং সেল থাকবে। পূজা মণ্ডপে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর