রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ মনিরুজ্জামান ফুলের শুভেচ্ছায় সিক্ত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে  শিক্ষক মোঃ মনিরুজ্জামান গত  ৬ অক্টোবর দ্বায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার সকাল ১০ সকল শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকগণ সুশীল সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভাইস চান্সেলরকে নিয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্র ছাত্রীরা আনন্দ মিছিল করার সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদেরকে আনন্দ মিছিল না করার জন্য অনুরোধ করে ক্লাসে ফিরিয়ে দেন। এসময় সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান  বলেন, কলেজটি নিয়ে এখনো যড়যন্ত্র চলছে, বিগত সময়ে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে তার  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি সকলকে
অবগত করেন। বিগত সময়ে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষাঙ্গন ও প্রশাসনিক দপ্তরে যে ভঙ্গুর অবস্থা ছিল তার থেকে ফিরিয়ে এনে শিক্ষা নির্ভর একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় কলেজের শিক্ষক /কর্মচারী ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। এসময় সাবেক ছাত্র নেতা কলেজের ম্যেনেজিং কমিটির সদস্য এ্যাড: শেখ আরিফুর রহমান আলোসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর