“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার এসএম আবু রায়হান, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ বেগম, আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক নবাব, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোবাহান মৃধা, আল আমিন মাদ্রাসার সুপার শরিফ উদ্দীন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকছেদ আলী প্রমুখ।