মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সহকারী
কমিশনার (ভুমি) মোঃ আল মামুন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বক্তব্য রাখেন। পরে প্রধানঅতিথি উপজেলার ৬জন প্রশিক্ষন প্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ হোসনেয়ারা বেবি, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মোছাঃ ফারজানা বেগম, অফিস সহকারী নব কুমার উপস্থিত ছিলেন।