রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।আজ ০৪ আগস্ট শুক্রবার রংপুরের গংগাচড়ায় বাগডহড়া দারুল হুদা দাখিল মাদ্রাসায় নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির আয়োজনে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সভাপতি মো:আশরাফুল ইসলাম সাগরের সঞ্চালনায় এবং মাজহারুল ইসলাম বকুল(মেম্বার, ৯নং ওয়ার্ড,নোহালী ইউনয়ন) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ আলী (চেয়ারম্যান, ৯নং নোহালী ইউনিয়ন পরিষদ,গংগাচড়া, রংপুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির প্রধান উপদেষ্টা মো:মমিনুর রহমান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:নায়েবুজ্জামান(আমির,গংগাচড়া উপজেলা জামাতে ইসলাম) সহ নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে, এই মহতি আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে এরকম প্রোগ্রামের জুরি নাই। এর পর তিনি মাদকের ভয়াল রূপ তুলে ধরেন। বিশেষ অতিথি মো:মমিনুর রহমান নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রতি গুরুত্ব দেয়ার অনুরোধ জানান।
আমন্ত্রিত অতিথি নায়েবুজ্জামান সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং বলেন মাদক, জুয়া ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা মাদকাসক্ত মুক্ত সমাজ চাই।