মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাব এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় বুধবার (২ অক্টোবর) মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
আর টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে আহ্বায়ক ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি শাহানুর ইসলামকে সদস্য-সচিব করে মানিকগঞ্জ প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে উপদেষ্টা করা হয়েছে জনকন্ঠ, চ্যানেল আই’র সাংবাদিক ও সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানুকে। কমিটির সদস্যরা হলেন- কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী, মঞ্জুর রহমান, রিপন আনছারী, শাহীনুল ইসলাম তারেক, জাহিদুল হক চন্দন, আকমল হোসেন, আজিজুল হাকিম, মতিউর রহমান, আহমেদ সাব্বির সোহেল, বি এম খোরশেদ, শহীদুল ইসলাম সুজন, মনিরুল ইসলাম মিহির, আব্দুল মোমিন, আশরাফুল আলম লিটন, আকরাম হোসেন ও এস এম সাইফুল্লাহ। প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এই সভা শুরু হওয়ার আগে কার্যকরী সভা হয়। সেই সভায় ১৭-সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।