মো. আখালাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা’র ৯০তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৬ জন নারীকে একটি করে সেলাই মেশিন ও দুই জন নারীকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীনসহ প্রমুখ।