বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে সন্ত্রাসী হামলায় মহিলা সহ গুরুতর আহত ১২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের টাংগাইলের নাগরপুরে সন্ত্রাসী হামলায়  মহিলাসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। গত ০৬ মে ২০২০, উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলীয়া গ্রামে একটি খেলাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা সংগঠিত হয়।
হামলার শিকার হাজী বাবুল সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জেরে আগদিঘুলীয়া গ্রামের আজহারের ছেলে ইসমাইল, মৃত নুর ইসলামের ছেলে আব্দুস সালাম, আঃ আজিজের ছেলে আশরাফ, মৃত মনতাজ আলীর ছেলে  লাভলু হোসেন, সুলতান মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, আবু মিয়ার ছেলে আরিফ, লাভলু হোসেনের ছেলে খালিদ, আব্দুল সালামের ছেলে তানভীর ও স্বপন, আব্দুর রশিদের ছেলে গফুর সহ আরও ১৬ জন লোক আমাদের খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের উপর আক্রমন করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
হামলায় গুরুতর  আহত জমসের আলী, আব্দুল বাতেন, দেলোয়ার হোসেন দুলাল, আব্দুল আউয়াল, আব্দুর রাজ্জাক, জাফর আলী, হাজী বাবুল, নূর আলম, আতিক, জাকির হোসেন, সেলিনা বেগম, মোছাঃ লাইলী  টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে  চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আব্দুল বাতেন ও সেলিনা বেগমের অবস্থা বর্তমানে  আশংকাজনক।
এ হামলার ঘটনায় মোঃ মজিবুর রহমান বাদি হয়ে ২৬ জনকে আসামী করে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস.আই সজল খান জানান, হামলার ঘটনায় ৩ জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর