রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

ই-পেপার

বৃষ্টির অজুহাতে বাড়ছে সবজির দাম

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়েছে সব ধরনের সবজির দাম।এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর।বাজার করতে এসে সাধারন মানুষ হিমশিম খাচ্ছেন।অতি বৃষ্টিতে সবজির বাজার চড়া বলে দাবী বিক্রেতাদের।
বাজারে কমতি দামে কোন সবজি নেই।লাউও বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা।বেগুনের কেজি ৮০-৯০ টাকা। পেয়াজের দাম বরাবরই ১১০-১২০ টাকা।১০০ টাকার কাঁচামরিচ এক লাফে ২০০-২২০ টাকা।আলু কেজি প্রতি ৬০ টাকা।
 গতকাল ‘সোমবার দুপুরে ( ৩০ সেপ্টেম্বর) সলঙ্গা থানাসদর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে,আদা,রশুন,করলা,পোটল, কাঁচা পেঁপে,শসা,গাজর, ফুলকপি,মিষ্টি কুমড়া,বরবটিসহ সব ধরনের শাক-সবজির সরবরাহ থাকলেও দাম চড়া।সলঙ্গা বাজারেই ছাড়াও থানার ৬টি ইউনিয়নের উল্লেখযোগ্য হাট-বাজারগুলোর অবস্থা একই।
বিক্রেতারা বলছেন,অতিরিক্ত বৃষ্টির কারনে বাজারে সবজির সরবরাহ কম।তাই দাম একটু বেশি।সবজির পাশাপাশি স্বস্থি নেই নিত্যপণ্যের বাজারেও।
সলঙ্গা বাজারে কথা হয় জেসমিন নাহার নামে ‘আশা’ এনজিও এক চাকরিজীবির সঙ্গে।তিনি বলেন,বৃষ্টি,খরা,আন্দোলন-হরতাল বিভিন্ন অজুহাতে সলঙ্গা বাজারে  সারা বছরই জিনিসপত্রের দাম একটু বাড়তি দেখা যায়।
বেশ কয়েকজন ক্রেতা জানান, কাঁচামাল ব্যবসায়ীদের কারো দোকানে মুল্য তালিকার চার্ট ঝুলানো নাই।বাজার মনিটরিং নাই। ভোক্তা অধিকার বা উপজেলা প্রশাসনের সুষ্ঠ তদারকির অভাবে সলঙ্গা বাজার কাঁচামাল ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে থাকেন।অন্যান্য এলাকার মত ভ্রাম্যমান অভিযানও চোখে পড়ে না।   তাই গরিব ও মধ্যবিত্তসহ সকল ক্রেতাসাধারনকে হিমশিমে পড়তে  হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর