রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ই-পেপার

একটি প্রতিবেদনী বদলে দিতে পারে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাসমানের একযুগ পেরিয়ে গেছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের স্বাস্থ্যসেবা ও দাপ্তরিক  কার্যক্রম চলছে অস্থায়ী ভাবে।
একটি মিনিস্টারী প্রতিবেদনের অপেক্ষায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর নিজস্ব জমি ও ভবন নির্মাণ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে  আলোর মুখ দেখছেনা  হাসপাতালটি। রিমোট চৌহালীতে জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত ও চিকিৎসকদের কষ্ট লাগবে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর  নিজস্ব জমি একাউর ও ভবন নির্মাণে সরকারের একটি মিনিস্টারী প্রতিবেদন দাবি চৌহালী বাসির। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী ও প্রশাসনি দায়িত্ববানদের  সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী  রোগী, সেবাদান কারীরা।
 প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের নিজস্ব জমির প্রস্তাব দেওয়া হয়েছে উপজেলা পরিষদের পাশে কোদালিয়া মৌজায়।
 নিজস্ব জমি ও অবকাঠামো থাকলে ইনডোর, আউটডোর, হলরুম, গোডাউন,কোয়ার্টার, ডা, চেম্বার,  ডেলিভারি, এক্স-রে, ল্যাব ও পরীক্ষা নিরিক্ষা সচল হবে বাঁচবে সময় কমবে ভোগান্তি। ভাসমান মুক্ত হাসপাতাল ও স্ব,-স্ব চেম্বার থাকলে  ডাক্তার, নার্স, স্টাফ ও রোগীদের কষ্ট লাগব হবে।
 গত ২০১২-১৩ অর্থবছরে যমুনা নদীর কড়াল গ্রাসে বিলিন হয়ে যায় হাসপাতাল ও সকল স্থাপনা। তখনই উপজেলা প্রশাসন, হাসপাতাল ও মাদরাসা  কর্তৃপক্ষের সমন্বয়ে খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদ্রাসায় আশ্রয় নেয় স্বাস্থ্যসেবা দপ্তর।  সর্তসাপেক্ষে মাদরাসার জায়গা নিয়ে দের কোটি টাকা ব্যায়ে সেমিপাকা টিনসেট ঘর উত্তোলন করে সরকারের অর্থায়নে। সেই থেকে অস্থায়ী ঘরে চলছে চিকিৎসা সেবা ও দাপ্তরিক কাজ কর্ম।
 হাসপাতালটি নিজের পায়ে দাড়াতে মিনিস্টারী একটি প্রতিবেদনী বদলে দিতে পারে হাসপাতালটির চিত্র।
 কোদালিয়া গ্রামে ভূমি নির্বাচন, চয়েস, ভূমি অধিগ্রহণ সল্টটেষ্ট মিনিষ্টারি প্রত্যায়ন বড় প্রয়োজন বলে জানান  খাষপুখুরিয়া ইউনিয়ন ও উপজেলা
 বাসি। সর্ব মহলের দাবি উপজেলা পরিষদ এর  পাশেই  থানা কমপ্লেক্স এর নিজস্ব জমি ভুমি অধিগ্রহণের অপেক্ষায়, ওখানেই দরকার স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা পরিষদ এর নিজস্ব জমিতে মাটি ভরাট শেষ-যে-কোন সময়ে ভবনের জন্য টেন্ডার আহ্বান করা হবে।
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলায় চিকিৎসা জগত আরও গতিশীল ও স্বাস্থ্য সেবাকারিদের কষ্ট নিরাশনে হাসপাতালের জন্য মিনিষ্টারির প্রস্তাব বড় প্রয়োজন, তাই  অন্তবর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছি।
 উপজেলা বিএনপির সভাপতি মো, জাহিদ মোল্লা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও
সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নিজস্ব জমির জন্য একটি প্রতিবেদনী বদলে দিতে পারে হাসপাতালের চিত্র এবং লাগব হবে  উপজেলা বাসির স্বাস্থ্যসেবা কষ্ট।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ  গিয়াসউদ্দিন বলেন, ২০১২ অর্থবছর থেকে কষ্ট করছি স্বাস্থ্যসেবা ও হাসপাতাল নিয়ে, আজও হাসপাতালের নিজস্ব জমির ব্যবস্থা হয়নি। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রনালয় জনসার্থে এগিয়ে আসার আহবান জানান।
  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকতা ডা, রাফসান রেজা বলেন, অস্থায়ী ভাবে অন্যের জায়গায় স্বাস্থ্যসেবা ও দাপ্তরিক কাজ চলছে। নিজস্ব ভুমির জন্য ৪ একর জমির প্রস্তাব দেওয়া হয়েছে উপজেলা পরিষদ এর পাশে। জমি একাউর ও অবকাঠামোর জন্য এখন দরকার মিনিস্টার প্রতিবেদন। সকল কষ্ট লাগবে মন্ত্রনালয়ে যোগাযোগ রক্ষা করে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
 এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভার) শওকত মেহেদী সেতু   জানান- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে জমি অধিগ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে মর্মে জানতে পেরেছি। মন্ত্রনালয় থেকে প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলেই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর