যশোরের অভয়নগর উপজেলার অলিগলি, গ্রামের সকল স্থানে গড়ে উঠেছে ভয়ংকর মাদক ব্যবসা সিন্ডিকেট, পাশাপাশি রমরমা জুয়া খেলা, কেরাম বোর্ডসহ নানামুখী অপরাধ। ফলে নেশাগ্রস্থ যুবসমাজ, যা দ্রুত বন্ধ না হলে ধ্বংস হয়ে যাবে যুবসমাজ। এ কারণে অভিভাবক মহল রয়েছে ভয়াবহ আতংকে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া শহরের অলিগলিতে মাদকের ছড়াছড়ি, মাদক ব্যবসায়ীরা রয়েছে বহালতবিয়তে। শুধু নওয়াপাড়া শহর নয়, উপজেলার সব গ্রামের গড়ে উঠেছে ভয়ংকর মাদক ব্যবসায়ী সিন্ডিকেট যাদের বিরুদ্ধে সাধারণ ভালো মানুষ সন্মান ও জীবন বিপন্ন হওয়ার ভয়ে মুখ খুলতে পারেনা। এমনকি সাধারণ মানুষ সামাজিক ভাবে মাদক ব্যবসাসহ নানামুখী অপরাধের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাহস করে কেউ প্রতিবাদ করতে গেলে পরে দেখা যায় সে মানুষ হাসপাতালের বেডে। ফলে কেউ সামাজিক ভাবে মাদকসহ জুয়া খেলার বিরুদ্ধে কথা বলেনা। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে দিনে রাতে সমান তালে চলছে জুয়া খেলা ও গভীর রাত পযন্ত বিভিন্ন চা স্টলগুলোতে কেরামবোর্ড খেলা, আড্ডাবাজি, মাদক সেবন আলোচনার কেন্দ্রবিন্দু হলেও এদের বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার সাহস মানুষ হারিয়ে ফেলেছে। তথ্য সূত্রে জানা গেছে, ওই সব মাদক বিক্রি সেবনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সিন্ডিকেটের সাথে রয়েছে রাজনৈতিক ছত্রছায়ার ক্ষমতা। যে কারণে পুলিশ প্রসাশনসহ সামাজিক ভাবে অপরাধ কর্মকান্ড বন্ধ করা সহজ হয়ে ওঠেনা। যদিও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাসিক আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন অপরাধ দমনে নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়। কিন্তু গৃহীত সিদ্ধান্ত গুলো কাগজ কলমে রয়ে যায়। নানামুখী বাস্তবতার চাপে আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন হয়না বা হয়ে ওঠেনা। অন্যদিকে মাদকের কবলে পড়ে অল্প বয়সী যুবকরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, চুরি, ছিনতাইসহ হত্যার মতো নারকীয় ঘটনা ঘটছে। মাদকের ছোবল যুবকদের গ্রাস করে ফেলছে। অভিভাবক মহল আছে চরম আতংকে, এমনকি মাদকের টাকার জন্য মা বাবাকে মারপিট করার মতো ঘটনা হরহামেশাই ঘটে চলেছে। বিপথগামী মাদকসেবিরা মা- বাবাকে অত্যাচার শুধু নয়, ঘরের মালামাল বিক্রিসহ ভাংচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে নওয়াপাড়া ড্রাইভারপাড়া, গরুহাট, বস্তি এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক- জুয়াসহ নানাবিধ অপরাধের মাত্রা ভয়াবহতা রুপ নিলেও প্রশাসনের বিভিন্ন সংস্থা থেকে অপরাধ, মাদক বিক্রি সেবন, জুয়া খেলা বন্ধ করার জন্য কোন পদক্ষেপ চোখে পড়েনা। এবিষয়ে তথ্য অনুসন্ধানে উপজেলার লেবুগাতীসহ সিদ্দিপাশা অঞ্চলে ঘুরে দেখা যায়, রাতের আঁধারে একটি মাদক- জুয়া সিন্ডিকেট চক্র গভীর রাত পযন্ত মাদক ব্যবসাসহ রমরমা জুয়ার আড্ডায় মেতে ওঠে চলে অনৈতিক কর্মকান্ড। সূত্রে আরো জানা গেছে প্রশাসনসহ স্থানীয় প্রভাবশালীদের মেনেজ করে চলে ওই সব কর্ম। ফলে ওই অঞ্চলে উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ তথা পরিবার হয়ে যাচ্ছে ধ্বংস।
মাঝে মাঝে থানা পুলিশ কিছু অভিযান করলেও অজানা কোন কারণে তাদের থেমে যেতে হয়। জরুরি অভিযান চালিয়ে ওইসব অবৈধ অনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন সচেতন মহল।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।