সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় কলেজ ছাত্র শোয়েব পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শোয়েব এর লাশ ৫ দিন পর বাঘাবাড়ি কয়ড়া গ্রামের কাছে ভেসে উঠে । পানিতে লাশ ভাসমান দেখে এালাকাবাসী থানায় খবর দেন।লাশের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ উদ্ধার করে। উল্লেখ্য উল্লাপাড়া কলেজ ছাত্র পানিতে ডুবে নিখোঁজ।। এই মর্মে একটি সংবাদ দৈনিক গত ২৯ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।
উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী গ্রামের আব্দুস সালাম বাবুর একমাত্র পুত্র, সোয়েব ঢাকা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের এইচএসসি এর ছাত্র ছিল। বুধবার সকালে শোয়েব তার বন্ধুদের সাথে নৌকায় পিকনিক করতে যায়। দুপুর ২. ৩০ মিনিটে বন্ধুদের সহ সে শাহজাদপুর রাউতারা সুইচগেটে গোসল করার জন্য পানিতে নামে। এরপর সে পানিতে তলিয়ে যায় ।
স্থানীয় জেলেরা, ফায়ার সার্ভিস, পুলিশ সহ ডুবুরি টিম নিয়ে সারাদিন উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ রবিবার তার লাশ বাড়াবাড়ি ভেসে উঠে। লাশ পাওয়া গেছে জানতে, পেরে তার পিতা, মাতা, আত্মীয় সজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এসময় অনেকে তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। শোয়েবের অকাল মৃত্যু অনেকেই মেনে নিতে পারছে না।