তাড়াশ উপজেলা পরিষদ থেকে মাত্র কয়েকগজ দুরে অবৈধভাবে সরকারী আইন অমান্য করে খাল দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ ও খাল ভরাট করা হয়েছে । সরকারী এই খাল ভরাট বন্ধ করায় তাড়াশ ব্র্যাক অফিস থেকে তাড়াশ দক্ষিণ পাড়ায় মধ্যে প্রবাহিত খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । উপজেলা পরিষদ সড়ক সংলগ্ন সরকারী খালটি অবৈধ দখল মুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসি দাবি জানিয়েছেন।
সরজমিনে সংশ্লিষ্ট ও সরজমিনে জানা যায়, উপজেলা পরিষদের পুর্ব পাশের্^র পুকুর পাড়ের কাউরাইল সড়ক সংলগ্ন কোনাই পাড়া খালে অবৈধভাবে দখল করে পানির উপর ২০-২৫টি খুটি স্থাপন করে বড় ঘুরে তুলে দখল নিয়েছে যুবলীগ নেতা হায়দার আলী এবং এই খালটির তার সামনে অংশে ভরাট করে রাস্তা তৈরি করে জমি ভরাট করেছে নিত্য চন্দ্রের ছেলে কির্তন কুমার । খোজ নিয়ে জানা যায়, যুবলীগ নেতা হায়দার আলী জেনিন বাসের কাউন্টারে টিকিট বিক্রি করলেও এখন আত্মগোপনে রয়েছে ফলে তার বক্তব্য পাওয়া যায়নি ।
কয়েকমাস মাস যাবত প্রকাশ্য সরকারী খাল ভরাট করে রাস্তা বানিয়ে জমি ভরাট করলে সংশ্লিষ্ট প্রশাসন কনো ব্যবস্থায় না করায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । তাড়াশ পুর্ব পাড়ার কৃষক জামাল উদ্দিন জানান উত্তর তাড়াশে ব্র্যাক অফিসের মাঠের পানি কোনাই পাড়া হয়ে দক্ষিন মাঠের এই খাল দিয়ে বের হওয়ায় ভরাট করায় জলাবদ্ধতায় তার জমি ডুবে রয়েছে । কোনাই পাড়ার নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক ব্যক্তি জানান প্রকাশ্য নিত্য ও হায়দার খাল দখল করলেও প্রশাসন দেখেও কোন অভিযান দিয়ে দখল মুক্ত করেননি ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) তাড়াশ উপজেলা কমিটির আহবায়ক সাংবাদিক ও পরিবেশকর্মী আব্দুর রাজ্জাক রাজু জানান তাড়াশ উপজেলার সরকারী খাল ভরাট বন্ধ না হওয়ায় প্রতিবছর একাধিক মাঠ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবিষয়ে মানব বন্ধন ও স্মারকলিপি দিয়েছে এবং বর্তমান উপজেলা প্রশাসন কে ভরাট খাল দখল মুক্ত করার দাবি জানাচ্ছি ।
অভিযুক্ত রাস্তা ভরাটকারী কির্তন কুমার জানান জমি ভরাট শেষে খাল খুলে দেওয়া হবে কিন্তু সরজমিনে গিয়ে দেখা খালের ভরাটকৃত রাস্তায় স্থায়ী ভাবে ব্যবহারে জন্য নিচে মাত্র পাইপ বসিয়ে রেখেছে । তাড়াশ পুর্ব পাড়ার কৃষক জামাল উদ্দিন জানান