রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী পথসভা অনুষ্ঠিত 

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ

ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতাকে যারা কুক্ষিগত রেখে তার অপব্যবহার করেন তারা আজ ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শনিবার (২৪ আগস্ট) সকাল ৭টা হতে বিকেল পযর্ন্ত উল্লাপাড়া  উপজেলায় তার আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। এ সময় জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করেন।  সকাল ৭ টা থেকে নলকা ওভারব্রিজ, হাটিকুমরুল মোড়, বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ, দবিরগঞ্জ মাদ্রাসা মোড়, গয়হাট্টা বাজার, কয়ড়া বাজার, লাহিড়ী মোহনপুর খেলার মাঠ, বালসাবাড়ী বাজার, শাহজাহানপুর ফুটবল মাঠে পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের গুলিস্তান চত্বরে এক জনসভার মাধ্যমে পথসভা কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রফিকুল ইসলাম খান বক্তব্যে বলেন, ‘গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা-কর্মীর উপর বিভিন্ন হয়রানি মুলক মামলা দিয়ে জুলুম ও নির্যাতন চালিয়েছে। আমাকে  উল্লাপাড়া সলঙ্গার মানুষের কাছে আসতে দেওয়া হয়নি। তাই  হাজারো মানুষের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া- সলঙ্গাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সময় এসেছে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে সুন্দর বাংলাদেশ গড়ার।
এ পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদি সেক্রেটারি মাওলানা রাকিব হাসান, জামায়াত নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল ও উল্লাপাড়ার শ্রমিক নেতা এস এম আলামিন হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর