সিরাজগঞ্জের উল্লাপাড়া সাবেক মেয়র এস এম নজরুল ইসলাম তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের দাপোটি শিক্ষিকা গুলশানারা ইসলাম পান্নাকে নিয়ে আত্ম গোপনে রয়েছে । ব্যাহত হচ্ছে উল্লাপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গুলশানারা ইসলাম তার বিদ্যালয় থেকে সাত দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছে বলে জানা যায়। গুলশানারা ইসলাম উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা। প্রাথমিক বিদ্যালয় সুত্রে জানা যায় সে সাত দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছে। গত ১৪ তারিখে তার নৈমিত্তিক ছুটি শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত সে বিদ্যালয়ে উপস্থিত নেই। ফলে ব্যাহত হচ্ছে ঐ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে মেয়র এস এম নজরুল ইসলাম ও তার স্ত্রী গুলশানারা ইসলাম আত্ম গোপনে রয়েছে। শিক্ষিকা গুলশানারার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন সে শিক্ষার্থীদের সাথে অসাৎ আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ কোমলমতি শিশুদের মারধরের মৌখিক অভিযোগ করেন।