লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জের ধরে একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলারা চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিতে ঘরের মধ্যেই তিনি তার সৎ মাকে প্রথমে গলা কেটে হত্যা করেন। এ ঘটনা ছোট ভাই এবং ভাগ্নি দেখে ফেলায় তাদেরও গলাকেটে হত্যা করেন রিপন।
বাড়িতে আতশবাজি পড়ায় যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা তিনি বলেন, এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে কাছে সোপর্দ করেন। তবে কী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।