“স্বৈরাচার মুক্ত সাধীন বাংলাদেশে সন্ত্রাসী চাঁদাবাজদের কোন স্থান নাই” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষগাতী বলরাম মন্দির চত্বরে শনিবার বিকেল ৫টায় বিএনপির এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা ও দুইবার সাবেক মেয়র মোঃ বেল্লাল হোসেন এর সভাপতিত্ব করেন। আয়োজনে ছিলেন বিএনপি নেতা ও সমাজ সেবক মোঃ জাহিদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার বিএনপির সাবেক এমপি এম আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পুজা উদযাপন সভাপতি সুজিত কুমার ঘোষ, যুগ্ন আহবায়ক পৌর যুবদল মনিরুজ্জামান মনি পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাওন কলেজ শাখার ছাত্রদলের সবুজ হোসেন জেলা ছাত্রদলেরযুগ্ম সাধারণ সম্পাদক পাভেল, মনিরুল ইসলাম মনি, শরিফুল ইসলাম বুট্টা, জুয়েল প্রমুখ।
উল্লাপাড়া পৌরসভার বিএনপির নেতা কর্মীগন। এ সময় ফুল দিয়ে স্বাগত জানান পৌর যুব দলের যুগ্ন আহবায়ক এবি মিন্টু সিদ্দিক।