বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে উল্লাপাড়া পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এবি মিন্টু সিদ্দিক এর নেতৃত্ব একটি আনন্দ শোভাযাত্রা ঘোষগাতী এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উল্লাপাড়া উপজেলা শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুগ্ন আহবায়ক পৌর যুবদল এ বি মিন্টু সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক পৌর যুবদল মনিরুজ্জামান মনি পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাওন কলেজ শাখার ছাত্রদলের সবুজ হোসেন জেলা ছাত্রদলেরযুগ্ম সাধারণ সম্পাদক পাভেল প্রমুখ। সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এসময় খালেদা জিয়ার সুস্থতা ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।