সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার ঐতিহ্যবাহী লাল মসজিদের পেশ ইমাম ও খতিব মোস্তফা মাহমুদকে মহল্লার যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়েছে। মোস্তফা মাহমুদ দীর্ঘদিন হলো নানান হয়রানি নির্যাতনের শিকার বলে জানিয়েছেন তারা। শুক্রবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জুম্মা নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা জানানো স্থানীয় যুবকেরা জানান, ঐতিহ্যবাহী লাল মসজিদের পেশ ইমাম ও খতিব মোস্তফা মাহমুদ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে এখানে ইমামমতি করছেন। তিনি তার জ্ঞানগর্ভ আলোচনায় মানুষকে সুন্দর পথে আহ্বান করেন। তিনি তার আলোচনায় সবসময়ই দেশ ও জনগণের কল্যানের জন্য কাজ করার আহ্বান জানান। তার ধর্মীয় জ্ঞানগর্ভ আলোচনা শুনতে অনেক দূরদূরান্ত থেকেও মুসুল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। তারা জানান, দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে তিনি সরকারের নানান রকমের হয়রানি, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। এসময়ে তিনি অনেক আতংক নিয়েও নামাজ পড়াতে আসতেন। দীর্ঘদিন নিপীড়নের পরে আজ তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। এতে আমরাও দারুণভাবে খুশি। এসবকিছু মিলিয়েই যুবক সমাজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা কালে মো. সুমন, মো আমির হোসেন, মোহাম্মদ আলী, হাসান ইসতিয়াক তমাল, জাহিদুল ইসলাম সোহাগ, নান্টু শেখ, সুমন শেখ, সজিব হোসেন, তূর্য, রোমান আহমেদ, সুজন শেখসহ এলাকার যুবসমাজ ও মুসুল্লিরা উপস্থিত।