বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে শিক্ষার্থীদের ওপর হামলা,গুলি,হত্যার বিচারসহ ৯ দফার দাবিতে সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্র-জনতার গণ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।গতকাল শনিবার বিকেল তিনটায় সলঙ্গা ডিগ্রী কলেজ গেট থেকে রামারচর মহাসড়ক মুখ হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা হাইস্কুল মাঠে শেষ হয়।পরে সমবেত হয়ে শিক্ষার্থী-জনতা ৯ দফা দাবি আদায়ে বক্তব্য পেশ করেন।মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন,পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিল কারীদের অদুরে অবস্থান নেয়।শান্তিপূর্ণ মিছিল করায় পুলিশ কোন বাধা প্রদান করেন নি।