পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরের খরের স্তুুপ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ী থেকে বাউফল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ীর ইউসুফ মুন্সির গোয়াল ঘরের খরের স্তুপ থেকে একটি আগ্নেয়াস্ত্র (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েল) উদ্ধার করা হয়।
এবিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার সাদ্দাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ীর ইউসুফ মুন্সির গোয়াল ঘরের খরের স্তুপ থেকে আগ্নেয়াস্ত্রটি (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েল) উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরিক্ষা-নিরিক্ষা ও তদন্তের পরে বলা যাবে বলে জানান তিনি।