নাটোরের গুরুদাসপুরে বজ্রপাত নিরোধক তাল গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপড়া সড়কের দুইপাশে তাল গাছের ৪০০ চারা রোপনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে সড়কের পাশেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ও কৃষি কর্মকর্তা হারুনর রশীদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।